মর্যাদাপূর্ণ আসন হিসেবে বিবেচিত সিলেট-১ আসনে বিএনপির মানোনিত প্রার্থী দলের সাবেক চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নেতাকর্মীদের নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নগরীর পাঠানটুলা, লন্ডনি রোড, হাজি পাড়া, কলাপাড়া, পীরমহল্লা, বাদামবাগিছা, খাসদবীর, বড়বাজার, গোয়াইপাড়া ও কাজীটুলা গণসংযোগ করেন করেন তিনি।
বিজ্ঞাপন
সিলেট-১ আসনটি বেশ গুরুত্বপূর্ণ আসন হিসেবে রাজনৈতিক দলগুলোর কাছে বিবেচিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাদের ধারণা, পূণ্যভূমির এ আসনে যে দল বিজয়ী হতে পারবে- তারাই সরকার গঠন করবে।
এ জন্য সব রাজনৈতিক দলই চায় তাদের প্রার্থী এই আসনে জয় লাভ করুক। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার তার নির্বাচনি এলাকায় ব্যপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে ১৯৯৩ সালের নির্বাচনে প্রথমবার এই আসনটি গঠিত হয়।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৭৪ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৫১৮জন এবং নারী ভোটার ৩ লাখ ২৪ হাজার ৬৩১ জন।
বিজ্ঞাপন
২০১৮ সালেও খন্দকার আব্দুল মুক্তাদির এই আসনে মনোনয়ন পেয়েছিলেন। তার বাবা মরহুম খন্দকারকার এম এ মালিক এই আসনের এমপি ছিলেন।
সাধারণত এই আসনে যারা নির্বাচিত হন তারাই সরকার গঠন করে বলে একটি রেওয়াজ আছে। তাই এই আসনটিকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মহান আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করেন এবং আমাদের দল সরকার গঠন করে, ইনশাআল্লাহ উন্নয়নের ছোঁয়ায় সিলেট-১ আসনকে বাংলাদেশের মডেল আসন হিসেবে গড়ে তুলব।
এ সময় বিএনপির নেতাকর্মী ছাড়াও তার সঙ্গে ছিলেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতিদলসহ অঙ্গ-সংগঠনের নেতৃত্ববৃন্দ।

