ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বহিষ্কৃত জামায়াত নেতা মো. শামীম আহসানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বরগুনায় মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধন চলাকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর ঐতিহ্যবাহী ছাত্র সংসদকে নিয়ে কটূক্তি করা শিক্ষাঙ্গনের মর্যাদাকে ক্ষুণ্ন করার শামিল। এ ধরনের মন্তব্য স্বাধীন মতপ্রকাশের সীমা অতিক্রম করে এবং তা মূলত সাম্প্রদায়িক ও উসকানিমূলক মনোভাবেরই বহিঃপ্রকাশ।
বক্তারা আরও বলেন, শামীম আহসানের বক্তব্য শিক্ষার্থীদের অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার এক অপচেষ্টা। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
কর্মসূচি শেষে ছাত্রদল নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন সমাপ্ত করেন এবং প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রতিনিধি/একেবি
বিজ্ঞাপন

