সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দিনাজপুরে পেঁয়াজের দাম কমছে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে পেঁয়াজের দাম কমছে
ছবি: ঢাকা মেইল

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের আমদানি বেড়েছে। ফলে কমতে শুরু করেছে দামও। আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতাদের দাবি, ভারতীয় পেঁয়াজ আমদানি সচল থাকলে দাম হাতের নাগালে থাকবে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে হিলি বাজারে কেজিতে ৪-৬ টাকা কমে ২৭-২৮ টাকায় মিলছে ভারতীয় পেঁয়াজ। যা গত কয়েক দিন আগে ছিল ৩২ থেকে ৩৪ টাকা।


বিজ্ঞাপন


হিলি বন্দরের আমদানি-রপ্তানী গ্রুপের সভাপতি হারুনুর রশিদ ফারুক জানান, বর্তমানে পেঁয়াজ আমদানী স্বাভাবিক রয়েছে তাই বাজারে পেঁয়াজের দাম সহনশীল পর্যায়ে রয়েছে। প্রতিদিন ৩০ থেকে ৪০টি ট্রাকে পেঁয়াজ আসছে।

পেঁয়াজ বিক্রেতা রুস্তম জানান, বেশকিছু দিন ধরেই ভারতীয় পেয়াঁজের আমদানি কম ছিল। দেশীয় পেঁয়াজের সরবরাহ বেশি এবং দাম কমের কারণে ভারতীয় পেঁয়াজের চাহিদাও কম ছিল। ফলে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যায়। দেশী পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আবারও আমদানি শুরু হয়েছে। ফলে কয়েকদিনের তুলানায় দাম কেজিতে ৪-৬ টাকা কমেছে। গেল তিনদিন আগে ভারতীয় ভালো মানের পেঁয়াজের দাম ছিল ৩২ টাকা। আজ সেই পেঁয়াজ ২৭-২৮ টাকায় বিক্রি হচ্ছে।

সাহানাজ নামের এক ক্রেতা বলেন, বেশ কিছুদিন ধরে পেঁয়াজের দাম হাতে নাগালেই রয়েছে। সারা বছর এমন দাম থাকলে ভালো হতো। সামনে রোজার মাস আসছে দাম যেন স্বাভাবিক থাকে সেই দিকটা নজরে রাখা দরকার।

দিনাজপুর বাহাদুর বাজারস্থ পেঁয়াজ ব্যবসায়ী মখসেদ আলম বলেন, আমরা হিলি থেকে ২৮ টাকা কেজি দরে পিয়াজ এনে বাজারে ৩০-৩১ টাকায় বিক্রি করছি। খুচরা বিক্রেতারা ক্রেতাদের কাছে খুচরা বিক্রি করছেন ৩৪-৩৫ টাকা কেজি দরে।


বিজ্ঞাপন


এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর