বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রামুতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৪৫ এএম

শেয়ার করুন:

রামুতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪
মোহাম্মদ কাজল

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের রামু উপজেলায় সিএনজি অটোরিকশা ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। সোমবার  (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার তেচ্ছিপুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ কাজল (১২)। সে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, তেচ্ছিপুল বাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশার সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর