জনগণের ভোটাধিকার রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি স্থানীয় ভোটার ও দলীয় নেতা কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, বিগত দিনের মতো আর কাউকে জনগণের পবিত্র আমানত ‘ভোটের অধিকার’ কেড়ে নিতে দেওয়া হবে না। সম্প্রতি খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় আয়োজিত ধারাবাহিক পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
রোববার (২৫ জানুয়ারি) খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বকুল বলেন, ১২ ফেব্রুয়ারি আমাদের জন্য এক অগ্নিপরীক্ষা। এ দিনে যেন কোনো অশুভ শক্তি বা স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করতে না পারে, সে জন্য পাড়ায় পাড়ায় অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে। দেশের মানুষ দীর্ঘকাল ধরে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল, এবার সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে।
তিনি বলেন, খুলনা মূলত একটি ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্যিক শহর। এই শহরের সমৃদ্ধি নির্ভর করে এখানকার স্থিতিশীল পরিবেশের ওপর। খুলনার সর্বস্তরের মানুষ আজ নিরাপত্তাহীনতা ও অস্থিরতা থেকে মুক্তি চায়। তারা একটি স্বাভাবিক এবং নিরাপদ পরিবেশে বসবাস করতে চায় যেখানে ব্যবসায়ীরা নির্ভয়ে বিনিয়োগ করতে পারবেন এবং সাধারণ মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন।
তিনি আরও বলেন, শহর নিরাপদ থাকলে ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত খুলনার খালিশপুর, দৌলতপুর ও খাঁনজাহান আলী থানার শ্রমিক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের মূল লক্ষ্য হবে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। আমরা এমন এক খুলনা গড়তে চাই যেখানে কেউ কারও অধিকার হরণ করবে না এবং আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- খানজাহান আলী থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর কায়ছেদ আলী। ৮নং ওয়ার্ড নির্বাচন কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস প্রমুখ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

