বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে তারেক রহমানকে হাজারো নেতাকর্মীর শুভেচ্ছা

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

M
মিরসরাইয়ের উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশে গাড়িতে বসে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি- প্রতিনিধি

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন হাজার হাজার নেতাকর্মী। রোববার (২৫ জানুয়ারি) দুপুরের পর থেকে মিরসরাই উপজেলার প্রায় ২০টি স্পটে মহাসড়কের পাশে তারা অবস্থান করেন।

বিকেল ৪টা ২৫ মিনিটে তারেক রহমান মিরসরাই পৌর সদর অতিক্রম করেন। এ সময় নেতাকর্মীরা তার গাড়ির সামনে দাঁড়িয়ে প্রায় পাঁচ মিনিট তাকে আটকে রাখেন। দুই দশক পর নেতাকে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


2

তারেক রহমানকে দেখতে আসা বৃদ্ধা হাজেরা বেগম বলেন, জীবনে কখনো উনাকে সামনাসামনি দেখিনি, আজ দেখেছি। আমাদের দেখে হাত নেড়েছেন, খুব ভালো লাগছে।

বিএনপি কর্মী আবুল কালাম বলেন, প্রায় দুই দশক পর তারেক জিয়াকে কাছ থেকে দেখলাম। আর কখনো দেখতে পাবো চিন্তা করিনি।

মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব জাহিদ হুসাইন বলেন, প্রিয় নেতাকে দেখার জন্য দুপুর থেকে শত শত বিএনপির নেতাকর্মীরা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। বিশেষ করে মহিলাদের মধ্যে বেশি আগ্রহ ছিল।


বিজ্ঞাপন


3

মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন বলেন, দীর্ঘ ২০ বছর পর প্রিয় নেতা, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেখতে মিরসরাইয়ের হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। উনার আগমনে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল। 

তিনি আরও বলেন, এখানকার মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতে আমাকে তুলে দেবেন ইনশাআল্লাহ।’

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর