বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হাতিয়ায় তারেক রহমানের জনসভা আগামীকাল, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় তারেক রহমানের জনসভা কাল, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

নোয়াখালী হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে দ্বীপ সরকারি কলেজ মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন তারেক রহমান। এজন্য বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। মাঠের এক কোনে তৈরি করা হয়েছে স্টেজ। তাতে প্রায় ৩০-৪০ হাজার লোকের সমাগমের আশা করছেন দলীয় নেতাকর্মীরা।

সারাদেশে বিএনপির নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন তারেক রহমান। এরই অংশ হিসেবে হাতিয়ার জনসভায় তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। এজন্য গত কয়েকদিন থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছেন। পাড়ায় মহল্লায় গিয়ে জনসভায় আসার জন্য দাওয়াত দিচ্ছেন। মাইকিং করা হয়েছে হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলে। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের আসার জন্য ভাড়া করা হয়েছে দুই শতাধিক গাড়ি।


বিজ্ঞাপন


নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি সাহেদ মেম্বার জানান, তারেক রহমানের কথা শোনার জন্য অনেক লোক যেতে চাই। নিঝুমদ্বীপ থেকে ২ হাজার লোক যাওয়ার জন্য ৫টি ট্রলার ও কয়েকটি মালবাহী গাড়ি ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ৫ হাজার লোক যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। এসব লোকজনকে নিয়ে যাওয়া, আবার ফিরে আসা, তাদের খাবারের ব্যবস্থা করা সব মিলে খুবই ব্যস্ত সময় পার করছেন বলে জানান তিনি।

হাতিয়ার উত্তর পাশে নদী পাড়ি দিয়ে আসতে হয় হরণী ও চানন্দী ইউনিয়নের লোকজনকে। এই দুটি ইউনিয়ন থেকেও কয়েক হাজার নেতাকর্মী আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানান, হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন। তিনি জানান, দুটি সিট্রাক ও বেশ কয়েকটি বড় ট্রলার ভাড়া করা হয়েছে। এছাড়া সকাল থেকে স্পিডবোটে লোকজন পার হয়ে যাবে। তারেক রহমানের কথা শুনে সাধারণ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন বলেন, তারেক রহমানের কথা শোনার জন্য অনেক লোকের সমাগম হবে। বিশাল এই জনসমাগমকে নিয়ন্ত্রণে রাখার জন্য দুই শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করবে। মাঠে প্রবেশ ও বের হওয়ার জন্য ভিন্ন ভিন্ন পথ তৈরি করা হয়েছে। সামনে সংসদ নির্বাচন, তাতে জনসভায় আসা লোকজনের যেন সমস্যা না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্ক থাকবেন দলের নেতাকর্মীরা।

জনসভায় উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান ও জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। দুপুর দুইটায় শুরু হয়ে এই জনসভা বিকেল ৪টায় শেষ হওয়ার কথা রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর