ঢাকা- ১ আসনে স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার পক্ষে কম্বল বিতরণ করার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার আওলিয়াবাদ এলাকার ফারুক মোল্লার বাড়িতে বিতরণ করার পূর্ব মুহূর্তে এ জরিমানা করা হয়েছে বলে জানা যায়।
বিজ্ঞাপন
দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ জানান, অভিযোগের ভিত্তিতে আমরা দোহার উপজেলার আওলিয়াবাদ এলাকার ফারুক মোল্লার বাড়িতে কম্বলগুলো বিতরণের রাখা হয়েছিল। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণের জন্য কম্বল আনার দায়ে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় ওই বাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
প্রতিনিধি/এজে

