বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান
নোয়াখালীর হাতিয়ায় পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়কসহ পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান।

নোয়াখালীর হাতিয়ায় পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়কসহ পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

শনিবার( ২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা শহর কলেজ রোডস্থ এনসিপির কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন।


বিজ্ঞাপন


হাতিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুহিব্বুর রহমান, বুড়িরচর ইউনিয়ন ওলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ছারোয়ার খান, একই ইউনিয়ন মৎস্য দলের সদস্য সচিব আবুল খায়ের, ৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. ইদ্রিস বাকের এবং জাহাজমারা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি সম্রাট আকবরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদান করেন।

cfd4d5c9-e0c3-4fcd-bfa9-541f12636028

এসময় তাদের উদ্দেশ্যে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোটের সমর্থিত প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বলেন, গতকাল হরনী ইউনিয়নে বিএনপির প্রায় ২০০ নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছেন। আজ পৌরসভা, বু্ড়িরচর ইউনিয়ন এবং জাহাজমারা ইউনিয়ন বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছেন। আরো অনেকে যোগদানের জন্য যোগাযোগ করছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

চাঁদার চেয়ে ভিক্ষা করে নির্বাচন করা অনেক ভালো: জামায়াত প্রার্থী ছাইফুর

তিনি বলেন, শাপলা কলি মার্কা হাতিয়ায় ৯০ পারসেন্ট ভোট পাবে, আর ১০ পারসেন্ট বাকি দলগুলো পাবে। হাতিয়ার উন্নয়নের স্বার্থে সবাইকে এক ছাতার নিচে আসার আহ্বান রইল। অস্ত্রবাজ এবং চাঁদাবাজ ছাড়া বাকি সবাইকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

b2a8be88-2ba6-43c2-8dfb-113ed0b96562

বিভিন্ন এলাকায় বিএনপির লোকেরা তাঁর সমর্থকদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও তোলেন সাংবাদিক সম্মেলনে।

যোগদান অনুষ্ঠানে এনসিপি ও জামায়াত ইসলামের নেতারাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর