গাজীপুর— ৩ আসন (শ্রীপুর ও সদর উপজেলার আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন (ঘোড়া প্রতীক) নিরাপত্তার হুমকি পাওয়ার কথা জানিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে নেমেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি শ্রীপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
ইজাদুর রহমান মিলন বলেন, সম্প্রতি মোবাইল ফোনে তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। এসব হুমকির প্রেক্ষিতে ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে বুলেটপ্রুফ জ্যাকেট পরে বাড়ি থেকে বের হয়েছেন।
তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হচ্ছে। তাই তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণার কাজ করছেন।
গণসংযোগকালে ভোটারদের প্রতিক্রিয়া নিয়ে তিনি আরও বলেন, ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে ইতিবাচক সাড়া পেয়েছি, যা আমাকে নির্বাচনি প্রচারে আরও উৎসাহিত করছে।
বিজ্ঞাপন
ইজাদুর রহমান মিলন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০২৪ সালে বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিনিধি/এজে

