মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বরিশালে জাল টাকাসহ কিশোর আটক

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম

শেয়ার করুন:

বরিশালে জাল টাকাসহ কিশোর আটক

বরিশালে পাঁচ হাজার জাল টাকাসহ হৃদয় হাওলাদার (১৭) নামে এক কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের লোহারপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম।

আটক হৃদয় পেশায় অটোরিকশার চালক এবং ওই এলাকার সফিক হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, লোহারপুল এলাকার অটোরিকশা মালিক সাব্বিরের অটো ভাড়া পরিশোধ করতে গত রোববার (১৮ জানুয়ারি) রাতে নতুন ৫০ টাকার দশটি নোট দেন হৃদয়। সোমবার সকালে টাকাগুলো দিয়ে কিস্তি পরিশোধ করতে গিয়ে লক্ষ্য করতে পারেন সেগুলো নকল।

অটোরিকশার মালিক সাব্বির জানান, হৃদয়ের কাছে সোমবার রাতে বিষয়টি জানতে চাইলে তার কথা বার্তায় অসঙ্গতি মনে হলে তাকে তল্লাশি চালিয়ে ৫০ টাকার আরও ৯০টি নোট উদ্ধার করা হয়। পরে গোয়েন্দা পুলিশের একটি টহল টিমের কাছে হৃদকে তুলে দেন তারা।


বিজ্ঞাপন


মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ফিরোজ আলম জানান, ধারণা করা হচ্ছে, এর আগে বরিশাল থেকে যে কিশোরদের জাল টাকাসহ আটক করা হয়েছে হৃদয় ওই চক্রেরই সদস্য। তাকে আটক করে মেট্রোপলিটন বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৩ জানুয়ারি বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক জাল টাকা চার কিশোরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর