ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার গলায় টাকার মালা পরিয়ে দিয়েছেন এক ভক্ত। ভক্তের এমন ভালোবাসায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপারা গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমিন ফারহানা। বৈঠক চলাকালে স্থানীয় এক ভক্ত তার গলায় টাকার মালা পরিয়ে দেন।
বিজ্ঞাপন
এ সময় রুমিন ফারহানা বলেন, ‘ভালোবাসা নদীর স্রোতের মতো, যা বাঁধ দিয়ে আটকে রাখা যায় না। মানুষের অকৃত্রিম ভালোবাসা কোনো পদ-পদবি, দল কিংবা নির্দিষ্ট প্রতীক দিয়ে সীমাবদ্ধ করা সম্ভব নয়।’
তিনি আরও যোগ করেন, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসাই তাকে আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগায়।
উক্ত উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি

