ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের তাড়া খেয়ে সুরুজ মিয়া (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামি পুকুরে ঝাঁপ দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়।
বুধবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের ষোঁলহাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সুরুজ মিয়া ওই এলাকারই বাসিন্দা। তিনি এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৬ সালে একটি জিআর মামলায় সুরুজকে এক বছরের সাজা দেয় ময়মনসিংহ মূখ্য বিচারিক হাকিম আদালত। তখন থেকেই তিনি পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তার পালিয়ে থাকার অবস্থান নিশ্চিত হয়ে বেশ কয়েকবার অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার বিকেলে সুরুজের বাড়ি আসার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পাশের একটি পুকুরে ঝাঁপ দেন সুরুজ।
এ অবস্থায় তাকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে সুরুজকে পাড়ে তোলা হয়।
বিজ্ঞাপন
আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
প্রতিনিধি/এইচই