মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নরসিংদীতে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত ছেলে আবিরের ছুরিকাঘাতে গুরুতর আহত মা বিউটি বেগম (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার (১৯ জানুয়ারি) সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত রোববার সকাল ৯টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল জনতা জুট মিলের ৪ নম্বর গেট এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত বিউটি বেগম জনতা জুট মিলের শ্রমিক ছিলেন এবং মিলের মহিলা কোয়ার্টারেই বসবাস করতেন। অভিযুক্ত ছেলে আবির ওরফে নিশান (২৪) দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জনতা জুট মিলে রাতের শিফটে ডিউটি শেষে গত রোববার (১৮ জানুয়ারি) সকালে বাসায় ফেরেন বিউটি বেগম। সকাল ৯টার দিকে ছেলে আবির তার কাছে নেশার টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে আবির তার মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

পলাশ থানার ওসি (তদন্ত) মো. কুতুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ছেলে আবিরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর