মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সেন্টমার্টিনে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

সেন্টমার্টিনে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। দ্বীপের পরিবেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে তিন দিনব্যাপী এক বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) এ অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি। অভিযানে তার সঙ্গে পরিবেশ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশ ও সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।


বিজ্ঞাপন


অভিযানকালে পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে প্রিন্স হ্যাভেন রিসোর্ট, জোয়ার-ভাটা রেস্তোরাঁ, ড্রিমস প্যারাডাইস রিসোর্ট ও প্রাসাদ প্যারাডাইস রিসোর্টকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এছাড়া দ্বীপের বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান থেকে নিষিদ্ধ সিঙ্গেল-ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিকের কাপ ও স্ট্র জব্দ করা হয়। অভিযান চলাকালে দুটি রেস্তোরাঁ থেকে পচা ও বাসি খাবার উদ্ধার করে তা মাটিচাপা দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, ‘সেন্টমার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ। এই দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুসংস্থান সুরক্ষা এবং এসবের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।’

তিনি আরও জানান, যেসব হোটেল বা প্রতিষ্ঠান নিবন্ধনহীনভাবে পরিচালিত হচ্ছে কিংবা যাদের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক নয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সেই কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়েছে। সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহারকারীদের কাছ থেকে নিষিদ্ধ সামগ্রী জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই অভিযান আগামী আরও দুই দিন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। সেন্টমার্টিনসহ পর্যটন নগরী কক্সবাজারকে একটি পরিবেশবান্ধব, টেকসই ও ইকোলজিক্যালি সংবেদনশীল এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনের এ তৎপরতা চলমান থাকবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর