মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন করতে পারিনি: বাকের মজুমদার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন করতে পারিনি: বাকের মজুমদার

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা দেশের ছাত্র-জনতার মনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, পরবর্তী সময়ে আমরা তা এখনো বাস্তবে রূপান্তর করতে পারিনি বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবু বাকের মজুমদার।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা ছাত্রশক্তি আয়োজিত ‘হ্যাঁ যাত্রা’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


আবু বাকের মজুমদার বলেন, ‘সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আমাদের আকাঙ্ক্ষাগুলোর কিছুটা হলেও পরিবর্তন আসবে। সেই লক্ষ্য পূরণেই জাতীয় ছাত্রশক্তি তাদের কর্মসূচি পরিচালনা করছে। আগামী ১২ তারিখ পর্যন্ত যতক্ষণ না এই ‘হ্যাঁ’ জয়যুক্ত হচ্ছে, ততক্ষণ আমাদের এই কর্মসূচি চলবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাহিদ আহসান, পঞ্চগড় জেলা ছাত্রশক্তির আহ্বায়ক শাহাদাত হোসেন সাকিব এবং সদস্য সচিব মোজাহার হোসেন সেলিমসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ‘হ্যাঁ যাত্রা’ উপলক্ষে অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর