মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সংস্কার বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান অর্থ উপদেষ্টার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

সংস্কার বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান অর্থ উপদেষ্টার

গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে দেশবাসীকে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনীতে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


বিজ্ঞাপন


ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘দেশের পরিবর্তন চাইলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রকে সংস্কারের জন্য অনেকগুলো প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে। এসব প্রস্তাবনা বাস্তবায়ন করতে চাইলে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।’’

তিনি আরও যোগ করেন, ‘১২ ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশ বিনির্মাণের চাবি এখন জনগণের হাতে। ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আগামীতে বাংলাদেশ কীভাবে চলবে এবং কারা এটি পরিচালনা করবে।’

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন এবং একই সাথে সংবিধান ও রাষ্ট্র সংস্কারের রূপরেখার ওপর গণভোটের ডাক দিয়েছে।

নির্বাচনী পরিবেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং ভোট যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমি দেশের বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি, সাধারণ মানুষ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে।’


বিজ্ঞাপন


ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এছাড়া পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নবী নেওয়াজসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচকরা দেশের দীর্ঘমেয়াদী সংস্কারের স্বার্থে জনগণকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর