জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-৫ (পাঁচবিবি) আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান বলেছেন, ‘‘আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ঘরে ঘরে নারীদের ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ড এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্ড চালু করা হবে।’’
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পৌর শহরের মোজাহার আলী প্রধান কমপ্লেক্সে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মাসুদ রানা প্রধান বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিদেশে ছেলে-মেয়ে সবাই সরকার থেকে অনুদান পায়। বাংলাদেশে ইতিপূর্বে এই ব্যবস্থা ছিল না। তারেক রহমান ঘোষণা করেছেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের নারী অভিভাবক বা মায়ের নামে একটি করে ফ্যামিলি কার্ড থাকবে। এই কার্ডের মাধ্যমে তারা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমান সব সময় নারীদের কল্যাণের কথা চিন্তা করেছেন। অতীতের কোনো সরকার যে সুযোগ-সুবিধা দেয়নি, তারেক রহমান সেই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নারীরাই সবচেয়ে বেশি লাভবান হবেন।’
কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবীর ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এছাড়াও পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রধান, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী, সহ-সভাপতি মৌসুমি আক্তার, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন এবং জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্রসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি
বিজ্ঞাপন

