মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নিরাপদ দেশ গড়তে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

নিরাপদ দেশ গড়তে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, বিগত শাসনামলগুলোতে দেশের সব সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ছোট ছেলে-মেয়েরা বিপ্লবের মাধ্যমে একটি সুযোগ তৈরি করেছেন। এই সুযোগ যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ দেশ রাখতে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটের গাড়ি ক্যারাভানের মাধ্যমে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


নুরজাহান বেগম বলেন, আমরা যদি সঠিকভাবে ভোট দিতে ব্যর্থ হই, তাহলে অতীতের সব কিছুর পুনরাবৃত্তি হবে। মনে রাখতে হবে আমরা একেবারে খাদের কিনারায় অবস্থান করছি। যেন খাদে পড়ে না যাই, সেজন্য হ্যাঁ ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, ন্যায্যতার ভিত্তিতে বিচার ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে। কোন জেলার মানুষ কত হ্যাঁ ভোট দিয়েছে, তা মনিটরিং করা হবে।

এছাড়া দেশের স্বাস্থ্য ও শিক্ষাখাতের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে নুরজাহান বেগম আগামী সংসদ নির্বাচনে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সক্ষম ও সৎ প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। সিরাজগঞ্জ সিভিল সার্জন নুরুল আমিন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর