মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি, রাজশাহী 
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর আহবায়ক কমিটি বাতিল করা হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) দলটির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উভয় কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এ বিষয়ে জানতে এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়। ফলে এ নিয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এর আগে এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটি নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। জেলা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ‘আওয়ামী লীগের দোসর’ এমন অভিযোগ তুলে দলটির বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেন। মহানগর আহবায়ক মোবাশ্বের রাজ তার (সাইফুল ইসলাম) বিপক্ষে অবস্থান নিলে নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। 

এসব নিয়ে জেলা ও মহানগরের নেতাদের মধ্যে একাধিক উপদল সৃষ্টি হয় এবং তারা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আসছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর