নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, তাহেরীর ৭ লাখ ৭০ হাজার ফলোয়ার সংবলিত ভেরিফায়েড ফেসবুক পেজ ‘দ্য স্পেস’-এ প্রকাশিত একটি ভিডিওতে তাকে নির্ধারিত সময়ের আগেই প্রচারণা চালাতে দেখা গেছে। এই কার্যক্রম গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১খ (২) ও ৯১খ (৩) অনুচ্ছেদ এবং সংশ্লিষ্ট বিধিমালার ৩, ১৮ ও ৩০ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় হবিগঞ্জ সার্কিট হাউজে উপস্থিত হয়ে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বিএনপির এস এম ফয়সল ও খেলাফত মজলিসের আহমেদ আব্দুল কাদের অন্যতম। ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন ভোটারের এই আসনে ১৮৩টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, কারণ দর্শানোর নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট সাতটি দপ্তরে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/একেবি
বিজ্ঞাপন

