মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নির্বাচন ও সংস্কারের পক্ষে প্রচারণা আমাদের দায়িত্ব: ফাওজুল কবির

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

নির্বাচন ও সংস্কারের পক্ষে প্রচারণা আমাদের দায়িত্ব: ফাওজুল কবির

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি ও আসন্ন গণভোটের পক্ষে প্রচারণা চালানোকে সরকারি দায়িত্বের অংশ হিসেবে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (১৯ জানুয়ারি) মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, ‘আমরা যদি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা না করি, তবে সেটি আমাদের দায়িত্বের অবহেলা হবে। এই সরকারের ভিত্তি হচ্ছে তিনটি বিচার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সংস্কার।’


বিজ্ঞাপন


উপদেষ্টা ফাওজুল কবির জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ ৯ মাসের আলোচনার ভিত্তিতেই এই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয়।

ভোটের স্বাধীনতা ও ভবিষ্যৎ গতিপথ ভোটারদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, সরকার জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করবে, তবে কাউকে বাধ্য করা হবে না। তিনি বলেন, “আপনি ‘হ্যাঁ’ দেবেন না ‘না’ দেবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। তবে ‘না’ ভোট দিলে জাতি হিসেবে আমরা আগের মতোই পিছিয়ে পড়ব।”

তিনি উল্লেখ করেন যে, ২০২৯ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০২৬ সালে কেন নির্বাচন হতে যাচ্ছে, তার পটভূমি জনগণের মনে রাখা উচিত। বিশেষ করে বিগত গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের আত্মত্যাগের বিষয়টিকে তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

কর্মকর্তাদের ভূমিকা ও শৃঙ্খলা এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় উপদেষ্টা জানান, নির্বাচনে কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। অনিয়ম রোধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি।


বিজ্ঞাপন


নির্বাচনী কাজে সরাসরি যুক্ত সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, “নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরাসরি প্রচারণায় অংশ নেওয়া সঠিক হবে না। তবে অন্যান্য কর্মকর্তারা প্রচারণায় অংশ নিতে পারবেন। তবে কেউ ‘না’ ভোট দিতে চাইলে তাকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না।”

বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক যাত্রার সন্ধিক্ষণে রয়েছে উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকারে অংশ নেওয়ার আহ্বান জানান।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর