জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম সমাবেশে বক্তৃতা করছিলেন। বক্তৃতাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন জেলা জামায়াতের আমীর।
বিজ্ঞাপন
তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডা. মান্নান হার্ট এন্ড জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হসপিটালের চিকিৎসক ডা. আব্দুল মোমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজে শিক্ষক ছিলেন।
এদিকে জেলা জামায়াত আমিরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।
কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক বলেন, ‘আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।’
মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন বলে জানান জামায়াতের এই নেতা।
বিজ্ঞাপন
ডা. মান্নান হার্ট এন্ড জেনারেল হসপিটালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, ‘হসপিটালে আসার আগেই আমীর সাহেবের মৃত্যু হয়েছে। সুতরাং মৃত্যুর কারণটি এখনই নিশ্চিত করে বলতে পারছি না।’
এ ঘটনায় কুষ্টিয়া জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।
এএম

