মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নড়াইলে গাঁজার গাছসহ আটক, জেল-জরিমানা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

basu

নড়াইলের কালিয়া উপজেলায় গাঁজার গাছসহ বাসুদেব বর্মন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ছোট কালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাসুদেবকে ১৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন বিচারক।

আটককৃত বাসুদেব বর্মন উপজেলার ছোট কালিয়া গ্রামের মৃত সন্তোষ বর্মনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদ পেয়ে জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার দুপুরে উপজেলার ছোটকালিয়া এলাকায় অভিযান চালায়। এসময় অভিযুক্ত বাসুদেবের বসতবাড়ির আঙিনায় দুটি গাঁজার গাছ মধ্যে একটি কর্তন করা এবং একটি জীবিত, যার উচ্চতা প্রায় ১২ ফুট এবং ওজন ৮ কেজি।

এসময় ওই গাঁজা গাছসহ বাসুদেবকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তোলা হলে বিচারক কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস অভিযুক্তকে ১ বছর ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডাদেশ দেন।


বিজ্ঞাপন


নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গোপন সংবাদ পেয়ে বাসুদেব নামে একজনকে গাঁজার গাছসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আসামিকে জেল-জরিমানা করেন বিচারক।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর