মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ধুনটে মব সৃষ্টি করে ৩ পুলিশকে হেনস্তার অভিযোগ

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

B

বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তা করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।পরে থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। 

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ধুনট উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


হেনস্তার শিকার তিন পুলিশ সদস্য আসন্ন নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলের কাগজপত্র ও মালিকানা যাচাই করছিলেন।

বগুড়া ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সদর ট্রাফিক ফাঁড়ির টাউন উপপরিদর্শক (টিএসআই) আবুল কালাম আজাদকে ধুনটে পাঠানো হয়। তিনি থানা পুলিশের সহযোগিতায় সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র ও মালিকানা যাচাই-বাছাই করছিলেন। 

হুকুম আলী বাসস্ট্যান্ডে চেকপোস্ট চলাকালে বেলা ১১টার দিকে কিছু উচ্ছৃঙ্খল জনতা চেকপোস্টে দায়িত্বরত কনস্টেবল আব্দুল খালেকের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করেন, তিনি এক হাজার টাকা নিয়ে কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল ছেড়ে দিয়েছেন। 


বিজ্ঞাপন


এসময় উচ্ছৃঙ্খল জনতা সেখানে মব সৃষ্টি করে পুলিশ সদস্যদেরকে হেনস্তা করে। পরে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

টিএসআই আবুল কালাম আজাদ বলেন, ধুনট উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় আমি একটি মোটরসাইকেল আটক করে কাজপত্র যাচাই করছিলাম। অন্যদিকে কনস্টেবল আব্দুল খালেক টাকার বিনিময়ে একটি মোটরসাইকেল ছেড়ে দিয়েছেন- এমন দাবি করে স্থানীয়রা উত্তেজিত হয়ে আক্রমণাত্মক আচরণ করে।

ট্রাফিক পুলিশ পরিদর্শক সালেকুজ্জামান খান বলেন, ‘মোটরসাইকেল ছেড়ে দিয়ে টাকা নিয়েছে- এ ধরনের অভিযোগ সঠিক না। স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল জনতা মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা সৃষ্টি এবং তাদেরকে হেনস্তা করেছে। পরে কোনো অভিযোগকারীকে খুঁজে পাওয়া যায়নি।’

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর