মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

aarrest
টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী আটক। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শামশুল হক নামে এক ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (১৯ জানুয়ারি) ভোররাতে টেকনাফ সদর উপজেলার নাজিরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, একটি শর্টগানের দুটি তাজা কার্তুজ এবং একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার বিকেলে  নৌবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া এলাকায় অবস্থানরত একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামশুল হকের অবস্থান শনাক্ত করা হয়। পরে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট ও স্পেশাল ফোর্স (সোয়াডস)-এর সমন্বয়ে যৌথভাবে অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাতের অন্ধকারে ধাওয়া করে শামশুল হককে আটক করা সম্ভব হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার তরমুজ ক্ষেতের একটি ছাপড়া ঘরে তল্লাশি চালিয়ে উল্লিখিত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

নৌবাহিনী জানায়, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, শামশুল হকের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ টেকনাফ থানায় একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচার, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং জোরপূর্বক জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে নৌবাহিনী।


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর