মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে আগুন, রক্ষা পেলেন রোগীসহ ৭ জন

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে আগুন, রক্ষা পেলেন রোগীসহ ৭ জন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে গেলেও ভেতরে থাকা রোগী ও স্বজনসহ সাত আরোহী অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক রোগী ও তার স্বজনদের নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। ধলেশ্বরী সেতুর ওপর পৌঁছালে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বের হতে থাকে। চালক তাৎক্ষণিক গাড়িটি থামালে যাত্রীরা দ্রুত নিচে নেমে আসেন। এর পরপরই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান খবর পাওয়ার সাথে সাথে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি ঘটেনি।

hy


বিজ্ঞাপন


অগ্নিকাণ্ডের সময় এক্সপ্রেসওয়েতে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর