দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে প্রেস ক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে শোক সভায় মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে অতিথি হিসেবে বক্তব্য দেন আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, আশুগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল খান।
প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর্জা আব্বাস, মো. সফিউল্লা, ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, মো. আকতার হোসেন, জহির সিকদার প্রমুখ।
এসময় সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান, সহসভাপতি মো আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো লোকমান হোসেন, সাবেক সভাপতি মো মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ সুত্র ধরসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
শোক সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, টোলপ্লাজা মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান।
প্রতিনিধি/এসএস

