মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

যদি রাষ্ট্রের সংস্কার চান, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: ফাওজুল করিম

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

যদি রাষ্ট্রের সংস্কার চান, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: ফাওজুল করিম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান বলেছেন, আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, আপনি যদি মানুষের খুন দেখতে না চান, তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি। আপনারা যদি সংস্কার চান, পরিবর্তন চান, আপনি যদি বিচার ব্যবস্থা ভালো দেখতে চান, তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রচারণার ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


107d73e2-a3af-4e95-b3b2-892d0df980c1

মুহাম্মদ ফাওজুল করিম খান বলেন, আবার একটা হানাহানি, আবার একটা পাঁচ আগস্ট হোক, লাখ লাখ লোক রাস্তায় নেমে আসুক। লোকজনের প্রাণহানির ঘটনা ঘটুক। এ ধরনের পুনরাবৃত্তি আমরা চাই না। এ ধরনের পুনরাবৃত্তি আর যেন না হয়, তার জন্য ‘হ্যাঁ’-‘না’ ভোট। জনগণ যদি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না চায় তার জন্য সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য ‘হ্যাঁ’-‘না’ ভোট।

a862c2f6-78c5-45ab-9ede-f17bf725b584

আরও পড়ুন

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর নেই: অর্থ উপদেষ্টা

এই উপদেষ্টা আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশে বারবার গণ-অভ্যুত্থানের মতো এ রকম ঘটনা ঘটে না। কিন্তু আমাদের দেশে কেন এটা হয়- এজন্যই আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। আপনারা যদি মনে করেন- আগের সরকারই ঠিক ছিল। গুম, খুন ঠিক ছিল। বিরোধী দলের লোক বাড়িতে থাকতে পারবে না। সেটাই ভালো ছিল। তাহলে গণভোটে ‘না’ ভোট দেবেন।

1839d9d1-fdae-4702-ba67-e0a75d11afb2

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতসহ জেলার বিভিন্ন দপ্তর, বিভাগের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর