ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থী আলহাজ্ব হজরত মাওলানা মো. ওমর ফারুক নুরী বলেছেন, দেশে সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে ইসলামী আন্দোলনই জনগণের একমাত্র আস্থার ঠিকানা।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মাওলানা মো. ওমর ফারুক নুরী বলেন, বাগেরহাট-৪ আসনের সাধারণ মানুষ পরিবর্তন চায়। ইসলামি আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সমর্থন নিয়ে আমরা নির্বাচনী মাঠে আছি।
তিনি বলেন, যুব সমাজ আজ হতাশ। ইসলামী আন্দোলন যুবকদের নৈতিকতা ও কর্মসংস্থানের পথে এগিয়ে নিতে বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ করেছে। ছাত্রসমাজকে রাজনীতির নামে সহিংসতা থেকে দূরে রেখে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন কাজ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাজের সর্বস্তরের মানুষের কাছে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য রাজনীতির বার্তা পৌঁছে দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের মোরেলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আসাদুল্লাহ, উপজেলা যুব আন্দোলন সভাপতি মাওলানা মো. গোলাম আহাদ, ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ, ছাত্র আন্দোলন জেলা দাওয়া বিষয়ক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
প্রতিনিধি/টিবি

