মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে নিখোঁজ শ্রমিকের মরদেহ নদীর কূল থেকে উদ্ধার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে নিখোঁজ শ্রমিকের মরদেহ নদীর কূল থেকে উদ্ধার
ইট ভাটার শ্রমিক মো. নুরুল আলম।

লক্ষ্মীপুরে নিখোঁজ ইট ভাটার শ্রমিক মো. নুরুল আলমের (৩৩) মরদেহ ৪ দিন পর মেঘনা নদীর কূল থেকে উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির বাম পায়ে ও মুখের ডান অংশে ক্ষত চিহ্ন রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন, জেলা অতিথি পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।


বিজ্ঞাপন


এর আগে, সকালে জেলার কমলনগর উপজেলার মাতব্বর হাট মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লকের নিচ থেকে মরদেহ উদ্ধার করে কমলনগর থানা পুলিশ।

আরও পড়ুন

নওগাঁয় সরিষা খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার 

পরিবার সূত্রে জানা গেছে, চার দিন আগে বাড়ি থেকে কাজের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরিও করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ -প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক খবর জানা যাবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর