মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:২০ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম। এর আগে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে গতরাতে এই ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তিরা হলেন, সিংগাইর উপজেলার দশআনি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) এবং একই উপজেলার ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বিন ইসলাম (২৩)।

আরও পড়ুন

আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম স্থানীয় গ্রামবাসীর বরাদ দিয়ে জানান, গতরাত ২টার দিকে ইমামনগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরি করতে যায় মজনু ও দ্বিন ইসলাম। এসময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসী এগিয়ে আসে। পরে গ্রামবাসী তাদের ধাওয়া দিয়ে ধরেন। এরপর উত্তেজিত গ্রামবাসী চোরদের গণপিটুনি দেয়। এতে মারাত্মক আহত হয় মজনু ও দ্বিন ইসলাম। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। পরে রাতেই আহত মজনু ও দ্বিন ইসলামকে ঢাকা পাঠানো হয়। আজ ভোর ৬টার দিকে আহত দুইজন মারা যায়।

তিনি আরও জানান, মজনু ও দ্বিন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলও তিনি জানান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর