সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সিলেট-৩: প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

সিলেট-৩: প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর
সিলেট-৩ (বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা) আসনের স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর।

আইনি লড়াইয়ে জয়ী হয়ে অবশেষে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেট-৩ (বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী মইনুল বাকর।

এর ফলে সংসদীয় আসনটিতে নির্বাচনি লড়াইয়ে যুক্ত হলো নতুন মাত্রা।


বিজ্ঞাপন


রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য কমিশনারদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম মইনুল বাকরের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন।

আরও পড়ুন

কুড়িগ্রাম-৩: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী সালেহী

রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন তিনি। রোববার সেই আবেদনের শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ বলে স্বীকৃত হয়।


বিজ্ঞাপন


প্রার্থিতা ফিরে পেয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মইনুল বাকর বলেন, আমি সত্য ও সঠিক পথে জনগণের খেদমত করার উদ্দেশে এই যাত্রা শুরু করেছি। অনেক বাধা-বিপত্তি এলেও আমি দমে যাইনি। সিলেট-৩ আসনের সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই আমি এগিয়ে যেতে চাই।

তিনি আরও যোগ করেন, আমার কোনো রাজনৈতিক দল নেই, এলাকার আপামর সাধারণ মানুষই আমার শক্তি। নির্বাচনে হার-জিত বড় কথা নয়, আমি জনগণের অধিকার আদায়ের জন্য শেষ পর্যন্ত ‘ইনসাফের লড়াই’ চালিয়ে যাব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর