সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে আগুনে পুড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম

শেয়ার করুন:

ঝিনাইদহে আগুনে পুড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে ঘরের ভেতরে আগুনে পুড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) রাত তিনটার দিকে ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার কাঠালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ছোঁয়া খাতুন ওই গ্রামের রাকিব হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শিশুটিকে ঘরের ভেতরে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাইরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ঘরের ভেতরের আসবাবসহ সবকিছু পুড়ে যায়। এতে শিশুটি আগুনে পুড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোরেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পর রাত তিনটার দিকে শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন

রামুতে শ্রমিক লীগ নেতার হামলায় নারী নিহত

ba45e75d-928a-4ef5-85bb-b10f901f1471


বিজ্ঞাপন


কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর