সিলেটের গোয়াইনঘাটে ১২নং সদর ইউনিয়নে অবস্থিত অক্সফোর্ড স্কুল এন্ড কলেজে রোববার (১৮ জানুয়ারি) ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষিকা নাজনীন আক্তার মীমের সঞ্চালনায় এবং স্কুলের পরিচালক মো. শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা অফিসার ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু কাওসার।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে আবু কাওসার বলেন, আজকের নবাগত শিক্ষার্থীরা আগামীতে জাতির ভবিষ্যৎ, তারাই আগামী দিনে আলো হয়ে- দেশ ও জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সেলিম উল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানি সোমন, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং এলাকার সম্মানিত গুণীজন ও অভিভাবকবৃন্দ।
নবীন বরণ অনুষ্ঠানে স্কুলের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষিকারা। এ সময় স্কুলের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ডায়েরি উপহার হিসেবে প্রদান করা হয়।

