আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বরগুনা জেলার ছয়টি উপজেলায় বিপুলসংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনি নিরাপত্তা জোরদার করতে নৌবাহিনীর এই আগমনে সাধারণ জনগণের মধ্যে স্বস্তির আবহ বিরাজ করছে।
রোববার (১৮ জানুয়ারি) নৌবাহিনী সূত্রে জানা যায়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নৌবাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল কার্যক্রম পরিচালনা করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, নৌবাহিনীর উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। এতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তারা আশাবাদী।

বিজ্ঞাপন
বরগুনা জেলা রিটানিং কর্মকর্তা মিজ তাসলিমা আক্তার বলেন, ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো সময়জুড়েই কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের বিভিন্ন দফতরের সমন্বিত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
প্রতিনিধি/এসএস

