সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

তারেক রহমানের সমাবেশে শায়েস্তাগঞ্জের মাঠ জনসমুদ্রে পরিণত হবে: গউছ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

তারেক রহমানের সমাবেশে শায়েস্তাগঞ্জের মাঠ জনসমুদ্রে পরিণত হবে: গউছ
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ জি কে গউছ।

আগামী ২২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশাল জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও গণজোয়ারের সৃষ্টি হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সমাবেশের নির্ধারিত স্থান শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠ ও মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ জি কে গউছ। পরিদর্শনকালে আলহাজ জি কে গউছ নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় তার সাথে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতির অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে তিনি নেতাকর্মীদের মঞ্চের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং দূর-দূরান্ত থেকে আসা সমর্থকদের যাতায়াত সুগম করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে’

পরিদর্শন শেষে আলহাজ জি কে গউছ বলেন, সমাবেশ কেবল একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি হবে হবিগঞ্জের মানুষের অধিকার আদায়ের গণজাগরণ। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের এই সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে অভূতপূর্ব জোয়ার দেখা যাচ্ছে, তা প্রমাণ করে, মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। প্রশাসন ও জনগণের সহযোগিতায় একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সমাবেশ সম্পন্ন করতে বিএনপি বদ্ধপরিকর।

জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা চলছে। সমাবেশের দিন শায়েস্তাগঞ্জের এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর