সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, তেল মিলকে ৭০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, তেল মিলকে ৭০ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গায় ইঁদুরের বিষ্ঠা, মরা পোকা ও অন্যান্য ময়লা-আবর্জনাযুক্ত অপরিচ্ছন্ন সরিষা ব্যবহার করে সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করার দায়ে অনন্যা সরিষার তেল ও মুড়ি মিলকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় এলাকায় অবস্থিত মেসার্স জয় গোপাল ওয়েল, চিড়া ও মুড়ি মিল (অনন্যা মুড়ি ও তেল) -এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে গিয়ে দেখা যায়, মিলটিতে ইঁদুরের বিষ্ঠা, মরা পোকা ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনাযুক্ত সরিষা ব্যবহার করে সরিষার তেল উৎপাদন করা হচ্ছে এবং সেই তেল বাজারজাত করা হচ্ছে। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় মিলের মালিক অসীম কুমার অধিকারী-এর প্রতিষ্ঠান মেসার্স জয় গোপাল ওয়েল, চিড়া ও মুড়ি মিল-কে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে ভালো মানের ও পরিচ্ছন্ন সরিষা ব্যবহার করে তেল উৎপাদন ও বাজারজাত করার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল এবং চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর