রংপুরের মমিনপুরে প্রাইম পুষ্টি কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় ৫ জন আহত হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
রোববার (১৮ জানুয়ারি) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় বয়লার পরিদর্শক জাহিদুর রহমান। ঘটনাটি দুপুরের দিকে ঘটেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আহতদের দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন দুইজন প্রকৌশলী ও একজন ফোরম্যান। তারা হলেন, ইঞ্জিনিয়ার আলা আমিন, ইঞ্জিনিয়ার ইমরান এবং কারখানার একজন ফোরম্যান। ইঞ্জিনিয়ার ইমরানের বাড়ি বরিশাল জেলায় এবং ইঞ্জিনিয়ার আলা আমিনের বাড়ি নওগাঁ জেলায়। আহত ফোরম্যানের বাড়ি রংপুরে। এয়ার কম্প্রেসার বিস্ফোরণের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিভাগীয় বয়লার পরিদর্শক জাহিদুর রহমান জানিয়েছেন, প্রাইম পুষ্টির কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, বিষয়টি খোঁজ খবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

