সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

যশোর-২ আসনে মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

যশোর-২ আসনে মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে তার মনোনয়ন বৈধতা পায়।


বিজ্ঞাপন


এর আগে, ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতার কারণে প্রাথমিকভাবে ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

পরবর্তীতে তিনি ঋণ পরিশোধ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে ওই অভিযোগ নিষ্পত্তি হয়। তবে এরপর তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত অভিযোগ ওঠায় আলাদা শুনানি গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ১৭ জানুয়ারি রায় ঘোষণার কথা থাকলেও একদিন পিছিয়ে রোববার (১৮ জানুয়ারি) তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এদিকে মনোনয়ন বৈধ হওয়ার খবরে যশোর-২ আসনে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। তারা বলেন, সব ষড়যন্ত্রের অবসান ঘটেছে, ইনশাল্লাহ যশোর-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।

বর্তমানে যশোর-২ সংসদীয় আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন— বিএনপি মনোনীত সাবিরা সুলতানা, জামায়াতে ইসলামীর ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, বাসদের ইমরান খান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রিপন মাহমুদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. শামছুল হক এবং স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর