সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রামুতে গুলি ও কার্তুজ উদ্ধার, অস্ত্র কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

রামুতে গুলি ও কার্তুজ উদ্ধার, অস্ত্র কারবারি গ্রেফতার

কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র কারবারির থেকে রাইফেলের গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদারের (৩৬) বসতঘর থেকে আগ্নেয়াস্ত্রের গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ভুঁইয়া।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে আসামির ঘরের ভেতরে ধানের বস্তার মধ্যে লুকিয়ে রাখা ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ৩টি শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত রোববার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নুর মোহাম্মদ অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে সেগুলো নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।

ওসি মনিরুল জানান, তিনি একজন দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং পেশাদার অস্ত্র কারবারি। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর