মানিকগঞ্জের জেলা শাখার সাবেক মহিলা দলের প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলার সভাপতি রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম।
বিজ্ঞাপন
রাহা মাহমুদা পলিকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দল থেকে বহিষ্কার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম জানান, সদর উপজেলার জয়রা এলাকার স্থানীয় কয়েকজন ব্যক্তি রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেই। এসময় কিছু মাদক উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না-সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে

