রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাওয়াতে পাম্পের শ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঠিকাদার মো. আবুল হাসেম সুজনের বিরুদ্ধে।
বিভিন্ন সংবাদমাধ্যমে আবুল হাসেম সুজনকে সাবেক যুবদলের নেতা পরিচয় প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রাজবাড়ী জেলা শাখা।
বিজ্ঞাপন
রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।
এতে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম ভিপি বকুল, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, শিল্প বিষয়ক সম্পাদক গাজি মাসুদ রানা, সদর উপজেলার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম খাইরু, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর আহ্বায়ক সামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহম্মেদ গিটার, যুবদল নেতা রাকিব হাসান মিঠুসহ অনেকে।
বক্তারা বলেন, মো. আবুল হাসেম সুজন ব্যক্তিগত কারণে দলীয় বিধি ভঙ্গিত ২০১৯ সালের ২৮ জানুয়ারি রাজবাড়ী শহরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা যুব দলের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এরপর থেকে সুজনের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

