যশোরে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ’র (পিআইবি) উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) যশোর পিটিআইয়ের অডিটোরিয়ামে শুরু হওয়া এ প্রশিক্ষণে যশোর ও নড়াইল জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও করণীয়, নির্বাচন সংশ্লিষ্ট আইন ও নীতিমালা, রিপোর্টিং কৌশল এবং সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণের প্রথম দিনে ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল অংশগ্রহণকারী সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও প্রশিক্ষণের দিকনির্দেশনা দেন। এদিন তিনি নির্বাচনের অংশীজন হিসেবে রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যমের ভূমিকা, ‘গণভোট-২০২৬: দেশের চাবি আপনার হাতে’ এবং নির্বাচনি আইন লঙ্ঘন, অনিয়ম ও অপরাধ, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এবং এর সংস্কার, নির্বাচনি ব্যবস্থাপনায় দায়িত্ব ও কর্তব্য এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করেন হারুন জামিল।

বিজ্ঞাপন
প্রথম দিনের উদ্বোধন ঘোষণা করেন প্রেসক্লাব যশোদের সভাপতি জাহিদ হাসান টুকুন। সার্বিক পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। এছাড়া প্রশিক্ষণে অংশ নেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
প্রতিনিধি/এসএস

