একটি ওয়াজ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, ইসলামী বক্তা আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে একদল নারী।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে শতাধিক নারী এই ঝাড়ু মিছিলটি বের করে। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল বাইপাস মোড় প্রদক্ষিণ করে বটতৈল বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
মিছিল থেকে নারীরা আমির হামজার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, ২৩ সালে একটি ওয়াজ মাহফিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রয়াত আরাফাত রহমান কোকো’র নাম বিকৃত করে বক্তব্য দেন আমির হামজা। যেটি এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, আমির হামজাকে এই বক্তব্যর জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি এসব বিকৃত বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইসলামিক বক্তা মুফতি আমির হামজার পুরাতন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, নতুন করে ভাইরাল হয়েছে। এই বক্তব্য ভাইরাল হওয়ার পর কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। বক্তব্যে, আমির হামজা একটি ওয়াজ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃতি করে একটি প্রাণীর সাথে তুলনা করে উপস্থাপন করেছেন। এ নিয়ে জেলার রাজনীতির পরিবেশ উত্তপ্ত হতে শুরু করেছেন। ইতি মধ্যে এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল শনিবার এর প্রতিবাদে পৃথক দুটি ব্যানারে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।
প্রতিনিধি/ এজে

