রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নাটোরে ভাড়া বাসা থেকে মেডিকেল অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

নাটোরে ভাড়া বাসা থেকে মেডিকেল অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিহত আব্দুস সামাদ (২৯)।

নাটোর শহরের বলারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের মেডিকেল ইনফরমেশন অফিসার (এমআইও) আব্দুস সামাদের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে শহরের বলারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত আব্দুস সামাদ নওগাঁ জেলার আত্রাই উপজেলার ছলিমপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। চার ভাই–বোনের মধ্যে তিনি তৃতীয়। চাকরির কারণে দীর্ঘদিন ধরে তিনি নাটোর শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

আরও পড়ুন

গাইবান্ধায় সুপারি গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে অফিসে না যাওয়ায় সহকর্মীরা দুপুরে তার বাসায় যান। ভেতরে দরজা বন্ধ পেয়ে তারা বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে আব্দুস সামাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বাড়ির মালিক আবুল কালাম আজাদ বলেন, সে খুব ভদ্র ও শালীন ছেলে ছিল। কী কারণে এমন ঘটনা ঘটল আমরা বুঝতে পারছি না। নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, সামাদ কখনও কারও সঙ্গে খারাপ আচরণ করেনি। সে খুব ভদ্র ও শান্ত স্বভাবের ছিল।


বিজ্ঞাপন


নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর