জাতীয় নাগরিক কমিটি (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দেশের সব শ্রেণিপেশার মানুষের কাছে জাতীয় ছাত্র শক্তি ‘হ্যা’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবেন। অন্যপক্ষে যতই না ভোটের ক্যাম্পেইন করুক না কেন, দিনশেষে নতুন বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে বাংলাদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দেবেন।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রংপুরে গণভোটে হ্যাঁ প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
আখতার হোসেন বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে নাগরিকদের সেবা প্রদান করবে, নাগরিকদের অংশগ্রহণে মুলক পদ্ধতির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে, একক শাসন ব্যবস্থা আর থাকবে না।
তিনি বলেন, যারা ঋণ খেলাপি ও রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দিয়ে চলছে, তারা যেন এই নির্বাচনে অংশ নিতে না পারে। এসময় অভিযোগ করে বলেন, ইসি ভবনের সামনেই প্রার্থীদের মারধর করা হচ্ছে, সেখানে ইসি কোনো ধরনের ভূমিকা পালন করছে না। এতে করে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলার চরম ব্যর্থতার কথাও জানান তিনি।
গণভোটে হ্যাঁ প্রচারণায় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেছেন, অনেকেই গণভোটে নো ক্যাম্পেইন করছে, যারা বিরোধিতা করছে তারাই আবার হ্যাঁ ভোটের পক্ষেও কথা বলছে, জুলাইয়ের সব শক্তি হ্যাঁ এর পক্ষেই থাকবে বলেও মনে করেন তিনি।
জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, বাংলাদেশের মানুষ চায়না একই ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকুক, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক, বাংলাদেশের মানুষ পুরোনো আওয়ামী সিস্টেম চায়না বলেই গণভোটে হ্যাঁ ভোট দিতে চায় এ দেশের মানুষ। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ প্রচারণা শুরু করলো এনসিপির জাতীয় ছাত্র শক্তি।
বিজ্ঞাপন
এর আগে, পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিনিধি/ এজে

