রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

তারেক রহমানের আগমন: অতীতের সব রেকর্ড ভাঙবে বরিশালের জনসভা

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

তারেক রাহমানের আগমন: জনসমাবেশে রেকর্ড গড়বে বরিশাল বিএনপির মহাসমাবেশ

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠিত মহাসমাবেশের জনসমাগম অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে জানিয়েছে বিএনপি নেতারা।

২৬ জানুয়ারি অনুষ্ঠাতব্য এই মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন করতে রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর বরিশাল ক্লাবে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কথা জানান নেতারা।


বিজ্ঞাপন


এসময় বরিশাল বিভাগের ৮টি সাংগঠনিক জেলার নেতাকর্মীসহ ২১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নেতাকর্মীরা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

1e4d0dc2-8968-4761-91ba-ba7b5f27c939

এসময় বক্তব্য দেন, বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, বরিশাল-৬ আসনের প্রার্থী আবুল হোসেন খান, ভোলা ৩ আসনের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রমুখ।

আরও পড়ুন

নেছারাবাদে বিএনপিতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী

বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুর সঞ্চালনায় এই সভা হয়।

d695ecee-f350-4823-b431-75c497439f6d

ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের বিএনপির প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশের জনগণ ভোট দেওয়া ভুলে গিয়েছিল। গত ১৬ বছরে প্রহসনের নির্বাচন হয়েছে। দেশবাসী নেতৃত্বে মাফিয়া হাসিনার পতন হয়েছে। গণতন্ত্রহীন বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ হয়েছে। আশা করি সবাই ধানের শীষে ভোট দেবেন, যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, বরিশাল বিএনপির ঘাঁটি। এখানে প্রতিটা জেলার জনপ্রতিনিধিরা প্রতিযোগিতামূলকভাবে জনগণ নিয়ে বের্লসপার্ক মাঠে উপস্থিত হবেন। আশা করছি অতীতের সব রেকর্ড ভেঙে একটি বিশাল জনসমুদ্র পরিণত হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর