রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নগরকান্দায় পরিত্যক্ত অবস্থায় ৪ ককটেল বোমা উদ্ধার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

নগরকান্দায় পরিত্যক্ত অবস্থায় ৪ ককটেল বোমা উদ্ধার

ফরিদপুরে একটি কালভার্টের নিচ থেকে ৪ ককটেল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ককটেলগুলো উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নগরকান্দা থানার ওসি মো. রাসুল সামদানী আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পুরাপাড়ার নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে ৪টি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো একটি ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। 

তিনি আরও বলেন, ককটেল বোমাগুলো একটি বালতির পানির মধ্যে রেখে দেওয়া হয়েছে। পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজালের সদস্যরা এসে পরীক্ষা-নিরীক্ষা করে ককটেল বোমাগুলো নিষ্ক্রিয় করবেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান তিনি।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর