সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ২২ জানুয়ারির (বৃহস্পতিবার) জনসভা সফল করার লক্ষ্যে বিশাল প্রচার মিছিলের ডাক দিয়েছে সিলেট মহানগর বিএনপি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নগরীর রেজিস্টারি মাঠ থেকে এই প্রচার মিছিলটি শুরু হবে।
বিজ্ঞাপন
প্রচার মিছিলকে সফল করতে মহানগর বিএনপি, সব ওয়ার্ড, থানা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের মিছিল নিয়ে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
নেতারা বলেন, এই জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক ঐতিহাসিক মাইলফলক। তাই দলের সব ইউনিটকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে জনসভাকে জনসমুদ্রে পরিণত করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন। সিলেটের এই পুণ্যভূমি থেকেই তিনি শুরু করবেন নির্বাচনি প্রচারণা। তার এই আগমনকে ঘিরে সিলেটে বইছে আনন্দের জোয়ার।
সিলেটের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি বৈবাহিক সূত্রে সিলেটের জামাতা; তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সিলেটের একটি বনেদি পরিবারের সন্তান, যা সিলেটবাসীর কাছে অত্যন্ত সমাদৃত ও শ্রদ্ধার। এই পারিবারিক সম্পর্কের কারণে তারেক রহমান নিজেও নিজেকে ‘হাফ সিলেটি’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
বিজ্ঞাপন
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম কয়েছ লোদী জানান, ২০০৫ সালে তারেক রহমান সর্বশেষ সিলেট সফর করেছিলেন। দীর্ঘ ২০ বছর পর তিনি আবারও এই পুণ্যভূমিতে পা রাখছেন।
কর্মসূচি অনুযায়ী, ২২ জানুয়ারি সিলেটে পৌঁছে তিনি প্রথমেই হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১০টার দিকে ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
রেজাউল করিম কয়েছ লোদী আরও বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের দিন তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে)। আমরা সিলেটবাসী আশাবাদী, ২২ জানুয়ারি তার সেই পরিকল্পনার কথা শুনতে পাব। তারেক রহমান আমাদের সিলেটের জামাতা, তাই তার আগমনের বার্তায় সিলেটের লাখ লাখ মানুষ তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।
এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস

